মাটি কাটা নদী
মোঃ শরিফুল ইসলাম আশিক(আসিফ)
আমার মাটি কাটা নদীটা আগের মতো নেই।
যেথা নদী ভরা জল ছিল ,
কাশবন ছিল দুপাশে ।
যেথায ছিল অনেক মাছ ,
মাছে নদী ভরা।
সেথাই আজ কচুরিপানা,
পচা পানি ভরা ।
নদী তো নয় যেন বিশাল একটা মাঠ,
রেীদ্রে তাহা চেীচির হয়ে ,
ধরেছে ফাট।
বর্ষা কালে পানি আসে ,
করে থই থই,
জেলে ভাইয়েরা ধরে মাছ,
করে হৈ হৈ।
শরৎে তাহা কাশ ফুলে,
গন্ধে মাতুহারা।
হেমন্তে পাকা ধানে,
চারপাশটা ভরা ।
শীতে তাহার দুঃখ আসে ,
হারায় যে তার রুপ,
চারদিকে ফের পরে যায়,
কুচুরিপানার স্তুপ।