ভালোবাসা

মোঃ শরিফুল ইসলাম আশিক (আসিফ)



ভালোবাসা মানে মনের আবেগ।
ভালোবাসা মানে হৃদয়ের আসা।
ভালবাসা মানে বেপরোয়া নয়,
সৃষ্টিশীলদের আশা।
ভালোবাসা মানে বন্ধুত,
মানের ছবি আঁকা।
ভালোবাসা মানে রং,
সেটি হৃদয়ের।
ভালোবাসা মানে মেলামেশা নয়,
অনুভূতির এক বাসা।
ভালোবাসা মানে কষ্ট,
যা ভালোবাসা লোকটি দেয়।
ভালোবাসা মানে মনের আশা।
ভালোবাসা মানে কষ্টে মাঝে এক বিরাট আশা,।
ভালোবাসা কোনো সাহিত্য নয়,
ভালোবাসা কোনো কবিতা নয়,
দুইটি মনের আশা।
ভালোবাসা কোনো দংশের নয়,
বরং গড়ার আশা।
ভালোবাসা মানে চাওয়া পাওয়া,
অনন্য এক দিশা।😉💔