ইচ্ছে
মোঃ শরিফুল ইসলাম আশিক (আসিফ)
ইচ্ছে গুলো হারিয়েছি
স্বপ্ন দেওয়ালের মাঝে।
ওপার থেকে হাতছানি দেয়
সকাল দুপুর সাঝে।
যাইতো আমি চাই না কবু
ওপার মালিকের কাছে।
মনটা আমার পাষাণ হইলো
ছুটে টাকার পাছে।
সুখ শান্তি আর ঐশ্বর্য
আমায় পাগল করে।
চারিদিকে মৃত্যুর মিছিলে
বিবেক নাহি নাড়ে।
আমিও মরবো এ কথা যে
তিক্ত আমার কাছে।
এত সুখ এত আশা
কে কিনে নিছে?
সুখ আমি চাই, চাই ক্ষমতা
যাহা মূল্য দিবো।
দুঃখের সাথে করবো আপোষ
তাহা কিনে নিব।
ইচ্ছা আমার আকাশ ছোব
মাটি যে নিচে নাই
করুন চাহিয়া ভ্রু কুচকিয়ে
একটু ঠাই চাই।