এমন শিক্ষা চাই না
মোঃ শরিফুল ইসলাম আশিক( আসিফ)

এমন শিক্ষা চাই না কবু স্বশিক্ষা চাই
যে শিক্ষা বোনকে করবে, ওড়না বিহীন
জাহেলি যুগের রং,
সে শিক্ষা বিহীন, করিতে চাই জীবন।
বৃদ্ধকে পড়াবে হাফ প্যান্ট যেন দশ বছরের শিশু।
তা দেখিয়া বাহা বাহ দিবে, কিছু ওসকানী মূলক পশু।
পশুরা আজ বলছে বোন দের,  থাকবে কেন ঘরে।
বেরিয়ে পর পাল্লা দিবে, পুরুষের তরে।
নারী পুরুষ সমতা করলো, সমান অধিকার চাই,
পোশাক খুলে উলঙ্গ হয়ে, নগ্ন বেশে তাই।
স্বাধীনতা পেয়ে নারীরা, আছ কি বা সুখে
সংসারে অশান্তি করে,  আছ তো ডিভোর্সে।
শিক্ষা বিহীন মূর্খ মানব, ছিল না কবু বেয়াদ
ভুলিত না কোনো আদব ঘরে কি বা বাহিরে।
শিক্ষার নামে ভন্ডামি করে এদিক ওদিক ফিরে।
স্বশিক্ষা চাই মোরা প্রতি ঘরে ঘরে।
মনুষ্যত্ব যেন ফিরে পাই, সবার ধরে ধরে।