হাসি
মোঃ শরিফুল ইসলাম আশিক (আসিফ)

মুখ ভরা হাসি নিয়ে,
চলে ফিরে বেড়ায়,
ছুটছি আমি অনন্ত ছুট ,
কেমনে যে এড়ায় ।
মুখে হাসি  বুকে বল
ইচ্ছা আছে প্রবল ,
ধৈর্য্য আছে সীমাহীন ,
সফলতাটা সবল।
পাহাড় সমান দুঃখ নিয়া,
ছুটছি দিবা রাত,
সকাল পেরিয়ে সন্ধ্যা হয়
নতুন করে প্রভাত।
স্বপ্ন আমার দিক দিগন্ত ,
বিজয় করবো দেশ।
এই মায়া ছেড়ে কোথাও যাব না
হোক না সে বিদেশ ।
আমার কাছে আমি দামি
লোকের কাছে কম ,
ক্ষেত্র যদি হয় যোগ্যতা দেখানো
সেথায় দিমু দম ।
সেই দমেতে জিতবো আমি,
জিতবে আমার দেশ,
আমি আসিফ কোথাও যাব না ,
এটাই আমার স্বদেশ।
সফল হাসি হাসবো আমি
নেইকো বহুদূর ,
ক্লান্ত হবোনা হাল ছাড়বো না,
জয় করবো সমূদূর।