হারানো গ্রাম
        মোঃ শরিফুল ইসলাম আশিক

সবুজ হাওয়ার মন মাতানো এমন রুপ যে ভাই
কোন গ্রামে তে আছে জানা নাহি নাই
ডিঙি নেীকা নিয়ে কোন মাঝি রে যায়
খেলা ধুলায় মন মাতিয়ে গুরে ফিরে বেড়ায়
সূর্যি মামা মেঘের কিনারায় করে ঝলমল
সূর্যের কিরণে নদীর পানি করে টলমল
ফুল তুলিতে বই পড়িতে যায় যে বেলা সাড়া
ক্লান্ত হয়ে গাছের নিচে শুয়ে পড়ে তারা
মায়ের হাতের মজার খাবার খাবে এবার তারা
তাই তো শেষ করতে হবে আগামী ক্লাসের পড়া
নীল আকাশে পাখিরা উড়ে সাদা মেঘের ভেলা
সবুজ ঘাস  খাচ্ছে গরু মন ভুলিয়ে বেলা ।