গোধূলির শেষে
আমি তো ভেবে নিয়ে ছিলাম, তোমার কথা কল্পনায় ভাবণা না
আর একটি ছন্দ ও লেখবো না, কুড়াবো না কবিতার ছন্দ।
গানের কলিতেও তুমাকে খোঁজতে যাব না, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম।
নিশীথরাতের মাঝি মধ্যে স্বপ্নে দেখা দিতে তাতেও বারণ করে ছিলাম।
আজ শূন্যতা মাঝে পূর্ণতা নেই তাতেও নিষেধাজ্ঞা দিয়েছিলাম।
তোমাকে পাওয়ার আশা আমি পরিপূর্ণ ভাবে ছেড়ে দিয়েছি।
আমি এ ও জানি তুমি ফিরবে না, যদি ফির তাহলে স্বপ্নের মতো হবে।
তখন গোধূলির শেষ , আকাশে কালো মেঘের ছায়া থাকবে না।
তখন যদিও তুমি ফিরে আস তবে স্বপ্নের চেয়ে সত্যি হইও।
আমি মেনে নিব তোমার অভিমান অভিযোগ আর আড়াল থেকে দেখবো তোমায়।
তুমি তখন মুখ থেকে বাক্য উচ্চারণ না করে সামনে এগুবে।
আমি দেখবো রাঙা দুটি পা, অভিমানী মুখটা আর যতনে পুষে রাখবো।
তুমার যেদিন ইচ্ছে সেইদিন আস আমি সুপারিশ করবো না।
বরং হাত দুটি বাড়িয়ে অপেক্ষার প্রহর গুনবো আর মৃত্যুর।
তুমি যখন আসবে ঝড়ের বেগে কান্না অশ্রুত মুখটি নিয়ে লুটিয়ে পরবে।
আমি সেইদিন চলে যাব অনেক দূরে, তোমার মায়া কাটিয়ে।
সেখানে ঘ্লানি,বেদনার পাহাড় আর না পাওয়ার ইচ্ছে গুলো বায়না করবে না
অতএব ফিরে এসে বুঝবে অনেক দেরি করে ফেলেছো তখন অজস্র কান্না করবে।
মোঃ শরিফুল ইসলাম আশিক (আসিফ)