স্বপ্ন বালিকা
মোঃ শরিফুল ইসলাম আশিক (আসিফ)
বেলি ফুলের সাদা মায়ায়,
মিশিয়ে দিয়ে ভাবি।
নীলচে আলোয় তোমায়,
লাগে যেন ভালো।
চিরল কালো কেশ যে তোমার,
মধু মাখা হাসি।
যে দিন হতে দেখছি তোমায়,
নিজেকে দিয়াছি ভাসি।
হাসির মাঝে মুক্তা ঝড়াও,
ঘুম নিয়াছ কেড়ে,
কথার মাঝে এত মধু,
নয়ন যে না ফেরে।
স্বপ্ন বালিকা স্বপ্ন বালিকা,
ঘুম নিয়াছো কাড়ি,
এক পলক না দেখলে তোমায়,
ইচ্ছে করে মরি।
হাজার জনম বাঁচতে চাই,
তোমায় নিয়ে ভালো,
না কর না কখনো কবু,
মুখটি করে কালো ।
ভালোবাসি গো তোমায় আমি,
নেও না আপন করে।
ইচ্ছে গুলো মিলিয়ে দেখ,
শক্তে হাতটি ধরে।
কি হলো গো ওই বালিকা,
করছো কেন দেরি,
তোমার জন্য আনবো আমি,
বেলি ফুলের কড়ি।
ভাবি না আমি আর কিছু,
তোমাকে যে ছাড়া,
তুমি ছিলে আমার স্বপ্ন বালিকা,
তুমিই ছিলে সেরা।