বহুরূপী
মোঃ শরিফুল ইসলাম আশিক (আসিফ)
বহুরূপী রং বদলায় নানা রকম সাজ
যতই অপমান করুক না কেন নেই তাদের লাজ।
লজ্জা সরমের দার দারেনা কিসে তাদের মান
পদে পদে অপরাধে বয়ে আনে অপমান।
অপমান হয়েছে তাদের নিত্য দিনের সঙ্গী,
নানা কৌশলে নানান ভাবে দেখায় তাদের ভঙ্গি।
ভঙ্গি গুলো এমন হয় যেন তারা রাজা,
বহুরূপী আবার কেউ কেউ তাদের নানান ভাবে বাজা।
সেই বাজানো কারো কারো জীবনে আসে কাল,
ওরা মরবে না বেচে রবে মনে হয় চিরকাল।
চিরকাল ধরিয়া অত্যাচার আর হিংসা তাদের মনে,
করুন চাহিয়া দৃষ্টি দেয় প্রতি ক্ষনে ক্ষনে।
প্রতি ক্ষনের দৃষ্টি টা তাদের কুদৃষ্টি হয়।
তাতে করে পথিকের জীবন সংশয়েতে রয়।
ভয় ভীতি আর সংশয় যেন তিলে তিলে ধরে,
দোয়া করি বহুরূপীরা যেন অতিদ্রুত মরে।