বীরত্ব
মোঃ শরিফুল ইসলাম আশিক(আসিফ)
নিজেকে ভালোবাসার
মধ্যে দিয়ে নিজের বীরত্ব ,
আমি নিজেকেই ভালোবাসি ।
ভালোবাসি আমার জীবন চক্র,
যেথায় কষ্ট দিয়ে সূচনা ।
ভালোবাসি আমার ঠুটের মিষ্টি মৃদু হাসি।
যাতে অশ্লীলতার ছোয়া নেই ।
আমি ভালোবাসি আমার দেহের গরন ,
যা অতিশয় সুন্দর ।
নিলাভ চোখের চাহুনি,
হিমের হাওয়ার কেশও আমি ভালোবাসি ।