বৃদ্ধ
মোঃ শরিফুল ইসলাম আশিক ( আসিফ)

বৃদ্ধ আমি হতে চাইনি ,হয়নি নিজের দোষে,
নিয়তি আমায় করেছে কি করবো দুঃখ পোষে
ছিল আমার ভরা যৌবন,নীর ছিল না চোখে ,
জয় করতাম সকল বাধা কাঁদতাম না কোনো  দুঃখে ।
আমারও ছিল রাশি স্বপ্ন,ছিল সুখের ঘর ,
হঠাৎ এক দমকা হাওয়ায় করে দিল পর ।
আমারও ছিল অগাদ শক্তি খাটতাম দিন-রাত ভর ।
সন্তান স্ত্রী সবাই ছিল কেউ ছিল না পর ।
প্রতিবেশীরা মানতো আমায় সুখে দুঃখের দিনে
আজ তারা খবর নেই না আমার দুঃখের দিনে ।
ছেলে আমার হইলো পাষাণ সুখের সন্ধান পেয়ে
মেয়েকে তো পর করেছি পরের হাতে দিয়ে ।
দুঃখের সাথী স্ত্রী আমার বিদায় নিল আগে ।
কেউ নিল না দুঃখের অংশ রইলো আমার ভাগে।
দেহটা আজ হইছে অসাড়,নেইকো আগের বল
ক্লান্ত দেহ ,নিথর দেহ,নেই ও চোখের জল ।
বাড়ি ছিল অট্টালিকা সবই গেছে ভাগে ,
ভাঙ্গা বেড়া রইলো আমার আর সবই গেল ত্যাগে ।
কি ছিল দোষ আমার ,ইচ্ছে করে হয়নি বুড়ো ,
সৃষ্টিকর্তা নিয়ম করলো তাই হয়েছি জড় ।
জড় দেহ টা আজ চাই না কিছু একটু ভাত হলে ,
তাই নিয়ে লুটিয়ে পরবে  চির সত্য মৃত্যুর কূলে।
চিড়া মুড়ি খেয়ে দিন পার করি, ভাত পাইনা জুলে ,
অপেক্ষা করি কখন যে যাব চির নিদ্রায় চলে ।