বিদায়
শরিফুল ইসলাম আশিক( আসিফ)

বিদায় দিব না বিদায় দিব না
তা কি করে হয় ,
ছেলে মেয়েরা পণ তুলেছে
জয় করবে সমূদ্বয়।
দীর্ঘদিনের ইচ্ছা তাদের
মনের কোনে বাসা
বিদায় না দিয়ে করবো না
তাদের নিরাশা ।
বিদায় দিচ্ছি তাই বলে কি
মন থেকে বিদায়
তদের জন্য মনের কোনে
থাকবে যে সদয়।
ইচ্ছে করবি বড় হওয়ার
ছোট কখনো নয়
মা বাপের ইচ্ছা যেন
কখনো অপূর্ণ হয়।
ইচ্ছা গুলো প্রবল করে
ধৈয্য নিয়ে সাথে
গুনীজনকে লক্ষ্য করে
চলবি তাদের পথে।
লক্ষ্য যদি হয় আকাশ সমান
ছুটবি তাহার পানে।
বন্ধু বান্ধব আত্নীয়সজন
সদা পিছু টানে।
বিদায় নামে দোয়া দিলাম
নিবি মাথা পেতে
আবার দেখা হবে সফল বেশে
কোন এক প্রভাতে।
চাওয়া পাওয়ার ইচ্ছে গুলো
দিয়ে মাটি চাপা
স্বপ্ন পূরণে ইচ্ছে গুলো
থাকে না যেন ফাকা।