সভ্য নগরে অসভ্যতা
মোঃ শরিফুল ইসলাম আশিক(আসিফ)
সভ্য নগরে অসভ্যতা এটাই নাকি বেশ,
অসভ্যতার কবলে পরে সমাজ টা যে শেষ।
ছেলে মেয়ে আজ মেলা মেশা করছে দিবা রাত,
রেস্তুরায় আর পার্কে থেকে হয় যেন প্রভাত ।
নগ্য বেশে ঘুরছে হেঁসে ইচ্ছে বহুদূর ,
সুযোগ পেলে জয় করবে দীর্ঘ সমুদূর।
মা বাপের ইচ্ছে মেয়ে বানাবে ছেলে ,
তাই তো পুরুষের সাংস্কৃতি দিচ্ছে তাদের ঠেলে।
ছেলে কে বা মেয়ে কে চেনা বড় দায় ,
মা-বাপের আস্কারাতে সবি যে এক হয়।
পড়ার নামে ঘুরে ফিরে করছে মাতামাতি ,
চাকরি করে সংসার চালাবে এটাই নাকি যুবতি।
অসভ্যতা আজ চরম রূপে ফেলছে যে প্রভাব,
তাই তো আজ নষ্ট হচ্ছে সকলি সভাব।