জীবনে সন্ধিক্ষনে
মোঃ শরিফুল ইসলাম আশিক (আসিফ)


একটুকু ক্লান্ত দেহটাকে বিশ্বাম চাই
জীবনের সংগ্রাম নিয়ত চলছে যে তাই
কোথায় যে শেষ হবে জানা নাহি  নাই
মাঝ পথ থেকে যেন কোথায় লুকিয়ে যাই
চিরতরে না ফেরা দেশে হারিয়ে কোথায়
কি রত্নর মোহ চলছে যে সেথাই
গন্তব্য যে কোথায় ,ছুটছি যে কোথায়
জীবনের সন্ধিক্ষনে জানা নাহি নাই।