আমি ভূলে যাব আমার ভালোবাসা
মোঃ শরিফুল ইসলাম আশিক(আসিফ)
ভালোবেসে যখন বল ভুলে যেতে
আমি ভুলে যাব ।
আমি ভুলে যাব আমার ভালোবাসা
আমি ভুলে যাব একসাথে চলার দিনগুলি
আমি ভুলে যাব সেই দিনগুলি
স্কুলের বারান্ধায় দাড়িয়ে যখন,
তোমার মুখ খানি দেখতাম ।
আমি ভুলে যাব স্কুলের গেটের সামনে
তোমার জন্য অপেক্ষা করার দিনগুলি
আমি ভুলে যাব তোমার নিষ্টুরতাকে
তোমার চঞ্চল পথচলাকে
তোমার মিষ্টি ঠুঠের হাসিও
আমি ভুলে যাব।
আমি আমার ভালোবাসাকে ভুলে যাব
তোমাকে একটু দেখার জন্য
পথের ধারে দাড়িয়ে থাকতাম
সেই দিনগুলিও আমি ভুলে যাব ।
নিষ্টুর প্রকৃতি ব্যকুলতা আমার সাথে ছিল না
আমি সেই দিনগুলিকেও ভুলে যাব ।
আমি ভুলে যাব
তোমার জন্য থাকা ভালোবাসা ,মায়া ,অনুরাগ ,স্নেহ
আমার ভুলে যাওয়ার মাঝে
চোখের কোনে একটু একটু করে জন্ম নেই
ভালোবাসা ভুলে থাকার পানি ।
তবুও ভুলে যাব আমার ভালোবাসা ।