আইটেম বার
মোঃ শরিফুল ইসলাম আশিক (আসিফ)
হাতটি দিয়ে মোবাইল ধরে ,
খেলছি আমি গেইম,
মাথা আমার করে বাঁকা ,
এটাই আইটেম ।
চাদর গায়ে মাথা নুয়ে ,
দরছি আমি ধ্যান
চিন্তা আমার জেতা শুধু
এটাই আইটেম ।
পা দুটি ভাজ করে হাতটি ,
দিয়ে মাঝে।
খেলছি আমি গেইম ,
সকাল দুপুর সাঝে ।
একটু পলক দূর পরিলে,
খেলায় আসে হার ।
মনটা তখন পুরে ,
হয় ছার খার ।
কষ্ট ভুলে দুঃখ ভুলে
খেলি বারবার
এটা আমার পেশা নয়
এটাই আইটেম বার ।