আশাহীন শহরে বাসা
মোঃ শরিফুল ইসলাম আশিক( আসিফ)

এই অভিপ্রায় শহরে প্রতিনিয়ত আশার জম্ম নেয়
নিত্য নতুন স্বপ্নরা মনের মধ্যে ভাসা বাদে,
কখনো আবার দীর্ঘ শ্বাস ঘ্রানি।
কালো মেঘে ডাকা অন্ধকার রাত্রিও,
ভয়ংকর রূপ ধারণ করে।
তার মধ্যে আমি বারবার পথ হারিয়ে ফেলি।
কোনো বনিতার, কবরীর প্রেমে পরে।
নিশিত যামিনীতে হঠাৎ চিৎকার দিয়ে
মনোরথ হারিয়ে জেগে ওঠি।
ভোরের নতুন আদিত্য,
আকাশের ধবল ওই মেঘ রাজি।
মনোরম পরিবেশের আশারা যেন তুমাই খুঁজে।
আজ আমি অনেক দূরে।
অভিলাশ তুমাই নিয়ে,
আশাহীন শহুরে বাসা বাধি।