শয়তান এক অদৃশ্য সত্তা।
চারিপাশে বিরাজ করে সকাল-সন্ধ্যা।
কত জনকে করেছে বিপথগামী!
কত সৎ কে করেছে বেপরোয়া।
শয়তানির রাজা ইবলিশ।
তার রয়েছে অগণিত শিষ্য।
প্রতিনিয়ত মানুষকে নফরমানী করানো,
যাদের নিত্য নতুন কর্ম।
মানুষেরই মাঝে শয়তানের আবাস।
মানুষই যাকে দেয় প্রশ্রয়।
মানবিক কুকর্মের ইতি টানলেই,
সে হয়ে ওঠে অকর্মণ্য।
হায়! একবার যদি অন্তরে ধরে মরিচা,
সাফ করা বহুত দুষ্কর!
সময় থাকতে নিতে হয় পরিচর্যা।
অন্তর নামক অতি মূল্যবান রত্নর।