জীবন নিয়ে ভাবার সময় হয়ে গিয়েছে,
তাই বলে কি জীবনের স্বাদ নিতে ভুলে যাবে?
জীবন চলে জীবনের নিয়মে,
জীবনের স্বাদ নিতে হয় তৃপ্তি-সহকারে।
হায়! একবার যদি যায় জীবন,
পাবে না জীবনের দ্বিতীয়বার আস্বাদন।

হে বৎস! করে যাও সৎকর্ম,
তাহলেই না পাবে জীবনের আসল মর্ম।
ত্যাগেই সুখ ভোগে নয়।
এ কথাটির বীজ মনে যে একবার রাখে গেঁথে,
আত্মতৃপ্তির ফল সে পায় আনন্দ-সঞ্চারক গাছ সহকারে।