গণতন্ত্রের তন্ত্র বড়ই শক্তপোক্ত।
মানুষকে করে ঐক্যবদ্ধ।
ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট গণতন্ত্র।
ইহা মানব মুক্তির অন্যতম এক মন্ত্র।
ঘোর অন্ধকারাচ্ছন্ন গুহায় দেখায় উন্নয়নের আলো।
শাসনব্যবস্থার পর্যালোচনায় গণতন্ত্র ঢের ভালো।
সচেতন, মুক্তবুদ্ধির মানুষ বুঝে এর মূল্য।
গণতন্ত্র তুমি পরশ পাথর তুল্য।
গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ সুলভ মূল্যে ভোগ করে-উন্নয়ন।
বৃহত্তর স্বার্থের অনুসরণই আনে এর আগমন।
মানবাধিকার,আইনের সুশাসন সুরক্ষিত যেথায়।
গণতন্ত্র তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো আজ এই দুনিয়ায়।