এসো নবীন নব্য আগমনে।
স্পৃহা জাগুক প্রতিটি হৃদস্পন্দনে।
নবীনদের পদচারণায় আসুক উচ্ছ্বাস।
তারা শিখুক জীবনের নতুন জয়গান।
সৃষ্টিশীলতা হয়ে উঠুক তাদের নিত্যদিনের সঙ্গী।
ঐক্যের আহবানে মুছে যাক সব গ্লানি।