ভুলিনি তোমায় গাঁ
আসাদউজ্জামান খান
==============
ভুলবনা আমি কোনো দিন
ওগো জন্মভূমি
রাগকরোনা ফিরবো আমি
ভেবোনাকো তুমি।
কতো আনন্দে কাটত দিন
তোমারই ঐ বুকে
সব সময়ে তোমার কথা
থাকে আমার মুখে।
সকালবেলা ঘুম ভাঙাতো
মুয়াজ্জিনের গানে
নামাজপড়ে রাস্তায় যেতাম
বন্ধুআড্ডার পানে।
লেখাপড়া ঘোরাঘুরি
ছিলো যতো যাহা
ছোটোবেলার সেই স্মৃতি
ভোলাযায় কি তাহা!
লেখা...২১-১২-২০১৭
প্রকাশ... ০৬-০৪-২০১৮ (দৈনিক সংগ্রাম পত্রিকা)