ভালোথেক প্রিয়া
আসাদউজ্জামান খান
================
পুরাণ সেই দিন গুলো খুব মনে পরে
কারণে-অকারণে চোখের জল ঝরে
দুঃখ-কষ্ট বুকে নিয়ে সব ক্ষণ চলি
ভাল থেকো প্রিয়া মোর এই কথা বলি!
কোনো দিনও ডেকো নাকো প্রিয়া মোরে
ফিরবনা কোন দিনো! মন শুধু পোড়ে।
ভালোথেকো তুমি প্রিয়া এই কামনায়
একে একে দিন গুলো ভালো কেটে যায়!
লেখা...১৫-০৬-২০১৮