শরতের আহবান
আসাদউজ্জামান খান
===========
শরৎঋতুর আহবানে
হেমন্তটা চলে আসে,
সকালবেলা শিশিরকণা
একটুকরে ঘাসে ভাসে।

শিউলি, বকুল,টগর ও কাশ
বিকেলবেলায় নিজ রূপ ছড়ায়,
শরৎঋতুর আহবানে
গাছ গুলো নিজ পাতা ঝড়ায়।

নদী-নালা,খাল-বিল সাবাই
ভরা যৌবন কমিয়ে দেয়;
খেজুরের রস পাওয়ার জন্য
খেজুরগাছি সে উদ্যোগ নেয়।

শরৎঋতুর নিমন্ত্রণে-
পাখপাখালি মিষ্টি গান গায়,
বিকেলবেলা নীলাকাশে
নানান পাখি উড়ে ভাঁজ খায়।

রাশি রাশি আভাস দিয়ে
শরৎঋতুর আহবানে,
চলেআসে সেই হেমন্ত;
শরৎ থাকে মুক্তির পানে।

লেখা...০১-১০-২০১৮