শীতে তাঁরা অসহায়
আসাদউজ্জামান খান
=========
প্ল্যাটফরম আর রাস্তা ঘাটে
টোকাই ফকির থাকে
কিকরে কাটায় শীতটা তাঁরা
চোখ কী কেউ রাখে?
নাই স্থায়ী ঘর,নাই শীতবস্ত্র
নাই তাদের পেটে ভাত
কাঁপাকাঁপি আর আর্তনাদে
কাটতে চায়নাযে রাত।
দালানকোঠাতে বসবাসে
গরিবদের নাই মর্ম
বিত্তশালীর নাই কী কোনোই
দীনের প্রতি র্ধম।
লেখা...০৫-১২-২০১৭