শীত এসেছে
আসাদউজ্জামান খান
=============
শিশির ভেজা আমন ধানে
শীতের আভাশ পাই
নবান্নতে আমরা সবাই
শীতের পিঠা খাই।
কৃষকেরা পায় আমন ধান
মাঠ গুলো ফাঁকা
গরু মহিষ ছাগল ভ্যাড়ার
তাই মনটা ঝাঁকা!
সকাল বেলা রাস্তা গুলো
থাকে খুব ফাঁকা
কুয়াশায় মেলেছে ছাতা
এই ছবি আঁকা।
সকাল বেলার মিষ্ট রোদে
থাকে খুব মজা
আরাম পেয়ে বসে সবার
কথা হয় তাজা।
সবুজ শ্যামল গাছের পাতা
ঝড়ে সে একা
শীতের শেষে নতুন পাতা
দেয় গাছে দেখ।
লেখা...২৮-১০-২০১৭