শীত বেড়েছে ঢের
আসাদউজ্জামান খান
================
শীত বেড়েছে খুব মাত্রাতে
শহর গ্রাম কাঁপে
আগুন পোহায় মানুষরা আজ
বসে সময় মাপে।

কুয়াশাতে চারদিক ঘেরা
যায় না দেখা কিছু
শীতের কাপড় যত পরে
ছাড়ে না শীত পিছু।

রোদের নাইতো খুব বেশি তাপ
ঠাণ্ডা বাতাস আসে
ছোটো বড়ো মানুষগুলো
নাক ঝাড়ে আর কাশে।



লেখা --০৮-০১-২০১৮