শিকারের আশায় বাঘ
আসাদউজ্জামান খান
=========

বাঘমামা আজ পায়নি শিকার
রইছে দাড়িয়ে
খিদেতে তাঁর পেটটা এখন
সাগর ছাড়িয়ে।

পারছেনা সে হাঁটতে বেশি
বসে লেজ নারায়
প্রহর গোনে বসে বসে
শক্তিটা বাড়ায়।

কোনসময়ে পাবে শিকার
ধরবে লাফিয়ে
করবে আহার মিটবে ক্ষুধা
শিকারটি দিয়ে।

লেখা...২৩-১২-২০১৭
প্রকাশ...রংধনু সাহিত্য পত্রিকা।
(২৭.০৪.২০২০ ভারতের সাপ্তাহিক এইযুগ পত্রিকায়)