শাপলা-শালুক
আসাদউজ্জামান খান
===========
বিলের ভেতর শাপলা ফোটে
অনেক সুন্দর ফুল
খোকা-খুকু শাপলা পেলে
বানায় মালা,দুল।

শাপলা হাসে খুব সকালে
সূর্য হাসার আগে
কাকডাকা সে ভোরবেলাতে
বিলটা ভাললাগে।

বৃষ্টির ফোঁটায় বিল পানিতে
শাপলা দেয় যে দোল
বিল পানিতে শাপলা পেকে
শালুক হয় যে গোল।

শালুক খেতে ভালোলাগে
শাপলা অনেক মজা
সকালবেলা শাপল-শালুক
খেতে মজা-তাজা।


লেখা...১৫-০৭-২০১৮
প্রকাশ... ০১-০৮-২০১৮ রংপুরের "দৈনিক গণ আলো" পত্রিকায়,
১৪-০৯-২০১৮ দৈনিক সংগ্রাম পত্রিকায়