রোদ পোহানো
আসাদউজ্জামান খান
===================
শীতের দিনে সকালবেলা
উঠানেতে আসি
রোদ পোহাতে শীতের দিনে
সবাই ভালোবাসি।

সকালবেলা রোদ পোহাতে
লাগে অনেক মিষ্টি
ওঠবে কখন রবি মিঞা
থাকে সবার দৃষ্টি।

রোদের কত মজা আছে
বুঝা যায় তা শীতে
শীতের দিনে সকাল কাটে
রোদ পোহানর গীতে।

ঠাণ্ডাভাত খাই কেঁপে কেঁপে
দেখে সূর্য হাসে
রোদে বসে ভাত খেয়ে তাই
মনটা সুখে ভাসে।

হোগলা লেছে ছেলেমেয়েরা
রোদে বসে পড়ে
যায় না কোথাও দুষ্টুমিতে
রোদ পোহানো ছেড়ে।

লেখা -১৮-০১-২০১৮