পদ্মা করছে আড়ি
আসাদউজ্জামান খান
============
পদ্মাপারের সবার সাথে
পদ্মা করছে আড়ি
যাচ্ছে ভেঙে নিচ্ছে কেড়ে
বসত-ভিটা বাড়ি।
নদীর ভেতর ভাসছে কত
গরিবদের ঘর বাড়ি
পদ্মাপারে বসে সবাই
করছে আহাজারি!
সব হারিয়ে গরিব দুখির
সামনে অনেক বিপদ
পদ্মানদী নিচ্ছে কেড়ে
গরিব-দুখির সম্পদ!
থামবে কবে পদ্মানদীর
রাক্ষসের চেহারা;
রক্ষাপাবে পদ্মাপারে
বসতকরে যারা।
লেখা...১২-০৯-২০১৮
প্রকাশ... ১৫-০৯-২০১৮ দৈনিক হাওয়া পত্রিকায়
১৪-০৯-২০১৮ দৈনিক আজকের কুমিল্লা পত্রিকায়