ঐরাবত
আসাদউজ্জমান খান
===========
ভয় পেওনা আছি কাছে
কীসের ভয়ে যাচ্ছ ছেড়ে?
ঐরাবতটি আসছে তেড়ে!
কী করিবে ঐরাবতটি?
শুর প্যাচিয়ে মারবে ঝাক
পায়ের নিচে দিবে পাক।
ভয় করোনা ওরে খোকা
উঠবো এখন পিঠে বোকা
কী করিয়া উঠবো পিঠে
ঐ যে দেখো আসছে হেটে!
পাশে এসে থাকবে যে সে
পিঠে উঠবো খুব আয়েসে।
লেখা...১০-০৯-২০১৭