নতুন দিন
আসাদউজ্জামান খান
"""""""""""""""""
চৈত্র শেষে ফিরে আসে
বৈশাখী নতুন দিন
বাংলা মায়ের সন্তানেরা
ঘুচায় বকেয়া রিন।

নতুন বছর শুরু করে
পুরানকে যায় ভুলে
বৈশাখ মাসের নতুন দিনে
মনটা সবার দুলে।

পুরান ছেড়ে নতুন বছর
সবাই করে বরণ
দুঃখ কষ্ট ভুলেগিয়ে
সব করে আয়জন।

লেখা...২৪-০৪-২০১৮
প্রকাশ... ০১-০৫-২০১৮( রংপুরের"দৈনিক যুগের আলো")