নতুন বছর
আসাদউজ্জামান খান
==========
একটি বছর শেষে আবার
নতুন বছর এলো
দুঃখ কষ্ট ফেলে সবাই
নতুন বছর পেলো।
জানুয়ারির এক তারিখ কে
নতুন বছর বলে
এক এক করে এক বছরের
বারোটি মাস চলে।
নতুন বছর নতুন করে
শুরুকরতে হবে
দুঃখ ভুললে নতুন বছর
ভালোই যাবে তবে।
লেখা...১৬-১২-২০১৮
প্রকাশ... ২৭-১২-২০১৮ (দৈনিক যুগেরআলো)