নিশান ওড়ে
আসাদউজ্জামান খান
===========
বাংলাদেশে ওড়ায় দেখো
হরেক রকম নিশান
সব ধরনের মানুষ ওড়ায়
বাদ থাকেনায় কৃষাণ।
গাড়ির ছাদে বাড়ির ছাদে
ওড়ায় রিকশা ভ্যানে
ঘড়ে বসে জার্সি গায়ে
দেখবে খেলা ধ্যানে!
বিশ্বকাপের জন্য খেলে
যে যার দেশের ছেলে
ফিফা জিতে নাম করেছেন
ব্রাজিলের পেলে।
বাংলাদেশের সবাই বলে
ফিফা খেলবে দেশ
সাপর্ট করব জার্সি গায়ে
মেতে উঠব বেশ!
আঁকব গায়ে আঁকব গালে
রাখব দেশের মান
উড়বে বিশ্বের সকল দেশে
বাংলাদেশের নিশান।
লেখা...০২-০৬-২০১৮
প্রকাশ... ২৯-০৬-২০১৮ চট্টগ্রামের "দৈনিক সুপ্রভাত "পত্রিকায়