মশা বলে
আসাদউজ্জামান খান
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
গুনগুনিয়ে গান গায় মশা
কানে কানে বলে
আমার খাবার তোমরা বাপু
মারো কেন ছলে?
গুনগুনিয়ে গান শুনিয়ে
তোমার পাশে থাকি
দিনে রাতে আমি মশা
তোমায় দেখে রাখি!
দেখেশুনে রাখার জন্য
খাইতো শুধু রক্ত
খাওয়াদাওয়া না হয় যদি
কেমনে হবো শক্ত?
সারারাত্র ঘুমাও তুমি
পাহারা দেই আমি
সবারচেয়ে আমি হলাম
তোমার জন্য দামি!
লেখা...২০-০৩-২০১৮
প্রকাশ... ০৫-০৪-২০১৮ ( দৈনিক রুদ্রবার্তা পত্রিকায়)