মানুষ এখন শহরমুখী
আসাদউজ্জামান খান
=================
যতই দিন যাচ্ছে
গ্রামের মানুষ শূন্য হতেছে
টাকার পিছু ছুটছে
ধনীহবার লিপ্সাতে মেতেছে।

শহরগুলো ধুকছে
কর্মমুখী মানুষের ঘনোভিড়ে
গ্রাম খালি রাখছে
বাসকরে একে অন্যের মাথাচিরে।

ভুলেগেছে সবাই
সোঁনালী ফসল ফলানোর কৌশল
দিতেছি আজ জবাই
সুখাদ্য খেয়ে সুস্থ্যথাকার বল।


লেখা...০২-১২-২০১৭