মাদক বংশ করো ধ্বংস
আসাদউজ্জামান খান
===========
মাদকেরই বংশ করি
গোড়া দিয়ে ধ্বংস
দেশটি থেকে নির্মূল হবে
মরণ নেশার বংশ।
কোন উপায়ে আসে মাদক
পরখ করে দেখো
না মেরে ভাই শিকর দিয়ে
মূলে যাওয়া শেখো!
এক চালানে মারলে কিছু
আবার জন্ম হবে
দেশ থেকে ভাই মাদক বংশ
ধ্বংস হবে কবে?
লেখা... ২৯-০৫-২০১৮
প্রকাশ... ০৪-০৭-২০১৮ বুধবার রংপুরের "দৈনিক গণ আলো "পত্রিকায়