কৃষ্ণচূড়া
আসাদউজ্জামান খান
===============
কৃষ্ণচূড়া পাখা মেলে করছে খুবি আড়ি
রোদের সাথে করবে ভালো বন্ধুত্বটা ভারি;
খরাতাপে ছড়ায় নিজের রূপের বিলাস ভূমি-
কৃষ্ণচূড়ার যৌবন দেখে বিস্ময় আমি-তুমি!
রং ছড়ানো কৃষ্ণচূড়া দেখতে লাগে ভালো
কৃষ্ণচূড়া সূর্য্য তাপে ছোড়ে নিজের আলো,
বৈশাখ হাওয়ায় কৃষ্ণচূড়া দোলা পেয়ে ওড়ে
ঢেউ খেলিয়ে মানুষ মনে নিজ আনন্দ ছোড়ে।
আগুনঝড়া কৃষ্ণচূড়া ভালকরে মন'কে
চোখের দৃষ্টি দিলে বুঝায় কৃষ্ণচূড়া বলে-
ক্ষণের সাথে শ্রান্ত করি পশু-পাখির বন'কে
এভাবেই কর্মকরে দিনটা আমার চলে!
কৃষ্ণচূড়ার ক্লান্তিকাটে সারা রাতি বসে
পূর্ণযৌবন ফিরেপেয়ে সারাদিনই হাসে।
লেখা....০৯.০৫.২০২১