করনা কেউ বড়াই
আসাদউজ্জামান খান
==========
বিত্তশালী বিত্ত খালি
কী আছে এ ধরায়?
ধনে-মানের ক্ষমতাকে
এ এজগতে ঝড়ায়।

কী হবে এ বাহাদুরি
এই জগতে করে
পরকালের কথাকি ভাই
কার মনে পরে?

এ জগতের বাড়ি গাড়ি
আছে যতো কিছু
পরকালের বাড়ির কথা
দেখছ চেয়ে পিছু?

ক্ষণিকের এ জগৎ নিয়ে
করনা কেউ বড়াই
এক দিন তুমি চলে যাবে
যেমন ওরে চড়াই।


লেখা...১৫-০৫-২০১৮