কোনো অভিযোগ নেই
আসাদউজ্জামান খান
==================
দোষদেবনা কখনো তোমাকে শুধু বলবো কেনো এমন করলে!
জীবনকি কোনো রম্যরচনা?পড়বে...মজা পেয়ে মনে ধরলে!
কোনো সিদ্ধান্ত নিলে প্রথমে বুুঝেশুনে তা গ্রহন করতে হয়।
ক্ষণিক ভালোলাগা স্বার্থের জন্য সহজে তা গ্রহনকরা ঠিক নয়।
হতেপাড়ে তোমার কাছে খেলা কিন্তু অন্যকারো কাছে বিশ্বাস।
অল্প ভুলের ফলে হতেপাড়ো কারো সারাজীবন কষ্টের নিশ্বাস।
জানিনা কি ছিলো তোমার মনে আমি অনেক ভালোবেসেছিলাম
বুঝেও তুমি নাবুঝে রইলে সবকিছুই আমি মেনেনিলাম।
নিজে আসছিলে আমার জীবনে আমি শিখেছিলাম ভালোবাসা
তুমি নিজথেকে আবার পরকরে ভেঙেদিলে পোষা অনেকআশা।
লেখা...০১-১২-২০১৭