কোকিল গায়ক
আসাদউজ্জামান খান
===============
ফাগুন মাসে আগুন শুরু
মাঘ মাসের ঐ শেষে
কোকিল গায়ক গানের জন্য
সারা দেশে দেশে।

কোথা থেকে কোকিল গায়ক
আসে ফাগুন মাসে
বসন্ততে কুহু গানে
মানুষের মন ভাসে।

আগুন ঝড়ায় সুয্যিমামা
মানুষের ঘাম ঝড়ে
কোকিল গায়ক গাছের ডালে
সুমধুর গান ধরে।


লেখা...১১-০৩-২০১৮
প্রকাশ... ০৭/০৪/২০১৮"দৈনিক
ডান্ডিবার্তা" পত্রিকায়।