কবিগুরু
আসাদউজ্জামান খান
==========
কবিগুরু রবীন্দ্রনাথ
সবার চেনা মুখ
তাঁর-ই লেখা পড়ে পাঠক
মনে পায় যে সুখ।

পাঠক তাঁকে স্মরণ করে
তাঁর লেখা পড়ে
ছোট-বড় সকল পাঠক
সকল স্তরে।

বাস্তবতার সকল ছবি
আঁকছে সাহিত্যে
কবিগুরুর কোনো লেখা
নয় তো যে মিথ্যে।

সাহিত্যের সকল স্তরে
আছে তাঁর লেখা
পড়লে তাঁরই কর্মগুলো
অনেক যায় শেখা।

কবিগুরু জগৎ ছাড়ে
বাইশে শ্রাবণ
হারাইছিল সাহিত্যিকরা
কবি গুরুজন।

অমর হয়ে থাকবে কবি
সাহিত্যাঙ্গণে
সাহিত্যকর্ম রাখবে যে
গুরুকে মনে।

লেখা...০৫-০৮-২০১৮
প্রকাশ... ০৮-০৮-২০১৮ বুধবার রংপুরের "দৈনিক গণ আলো" পত্রিকায়।