খোকার বৃষ্টি ভেজা
আসাদউজ্জামান খান
=================
বৃষ্টি এলে খোকাবাবু
বারান্দাতে দাঁড়ায়
গ্রিল দিয়ে বাহির দিকে
হাত দুটো সে বাড়ায়।
ঝির-ঝির বৃষ্টি হাতে এলে
আনন্দ হয় খোকার;
হাত বাড়িয়ে আশায় থাকে
বেশি বৃষ্টি দেখার।
অনেক বৃষ্টি এসে যখন
খোকার গায়ে ছেটে;
আনন্দতে খোকাবাবুর
বৃষ্টি ভেজা মেটে।
লেখা...১৯-০৭-২০১৯
প্রকাশ... ০২-০৮-২০১৯ (দৈনিক হাওয়া) পত্রিকায়।