জ্যৈষ্ঠ মধু
আসাদউজ্জামান খান
================
আম কুড়াবো জাম কুরাবো
বাগে বাগে ঘুরে
কাঁঠাল কেটে আনব ঘরে
ঘুরবে মাছি উড়ে।
আমটা খেতে অতি মধু
কাঁঠাল জাতীয় ফল
জ্যৈষ্ঠ মাসের ফল সুবাসে
মুখে যে আসে জল!
জ্যৈষ্ঠ মধু জ্যৈষ্ঠ ফলে
আষাঢ় মাসের আগে
হরেক রকম জ্যৈষ্ঠ মধু
পাওয়া যায় যে বাগে।
লেখা...১২-০৫-২০১৮
প্রকাশ...২৩-০৫-২০১৮ (দৈনিক যায়যায়দিন পত্রিকায়)