জন্মদিন উদযাপন
আসাদউজ্জামান খান
==============
বর্তমানে জন্মদিনে
সবাই করে ব্যাবসা
টাকাপয়সার আছে ব্যাপার
তাই তো সবার লিপ্সা।
দাওয়াত দিলে আসে সবাই
টাকাপয়সা নিয়া
মানবাচায় উপহার স্বরূপ
টাকাপয়সা দিয়া।
আগের দিনে আসতো সবাই
গরম শিন্নি খেতো
ব্যক্তিটাকে আদরদিয়ে
দোয়া করে যেতো।
লেখা...০৭-১২-২০১৭