হবেনা আর কথা
আসাদউজ্জামান খান
===================
ফিরবোনা আর হবেনা তো দেখা
পাবেনা আমায়া হবেনা কো কথা।
হবেনাতো আর কথা দেয়া-নেয়া
থাকবেনা আর বিরহ-বেদনা।

বলেছিলাম আমি,সেইদিন তোমায়
না থাকলে প্রণয় বলবনা তো কথা।
অন্যর পত্নী হয়ে বলো আমায়
আমার সাথে একবার কথা বলবা?

কথা ছিল যেটা রাখনি সেটা
কী করে বলি বলো পুনরায় কথা!
ভাল থেকো তুমি কামনা এটা
জীবন পাড় হবে পেওনাকো ব্যথা।

লেখা...১২-১০-২০১৭