হাসি
আসাদউজ্জামান খা
================
যখনই তোমার দিকে চেয়েছি
অপলক বিভোর হয়েছি।
কখনো দেখিনি তো অকাতর
থাকো তুমি সব ক্ষণ সুখকর।
হার মানায় সকালের সূর্যটিকে
তোমার বাঁকা অধরটিকে।
মলিন হাসিতে সব ভুলিয়ে যায়
আমার আখিঁ পলক হারায়।
দৃষ্টি পড়েছে চাহনির দিকে
হয়ে গেছি আমি ফিঁকে।
কি করে যে বলি আমি তোকে!
রয়েছো আমার এই চোখে।

লেখা...১০-১০-২০১৭