ঘুমন্ত মনকে ডেকো না
আসাদউজ্জামান খান
================
আমার ঘুমন্ত মনকে কেন তুমি জাগাও
আমিতো আর তাকে জাগাতে চাই না।
অনেক কষ্টে আমার মনকে ঘুম পাড়িয়েছি!
সে এখনো ঘুমের ভেতর ফুঁপিয়ে কাঁদে;
তারপরও তাকে আমি ঘুমপাড়িয়েই রাখতে চাই
ঘুমের ভেতর কাঁদলেও সে ভালোআছে,
ঘুমের ভেতর স্বপ্ন দেখলেও ঘুমের ভেতরেই শেষ হয়,
কাউকে সে স্বপ্নর কথা বলার আগেই ভুলে যায়।
যে স্বপ্ন আর সত্যি হবে না স্বপ্নই থাকবে,
সে স্বপ্ন মন থেকে ঘুমের ভেতরেই ভুলেযেতে চাই।
আমি আর আমার মনকে জাগাতে চাই না।
ঘুমে বিভোর করে রাখতে চাই প্রতিটি মুহুর্ত;
ঘুমন্ত মনকে আমি আর জাগাতে চাই না...
আমার ঘুমন্ত মনকে আর পিছু ডেকো না,
আমি তাকে অনেক কষ্টকরে ঘুম পাড়িয়েছি;
তাকে পিছু ডাকলে,সে শুধু ঘুমিয়েই ফুঁপিয়ে কাঁদবে
সে আর পিছু সাড়া দিবে না,
আমিও আর তাকে ঘুম থেকে জাগাবো না,
ঘুমন্ত মনকে ডেকো না।।
লেখা... ০১-১২-২০১৮
প্রকাশ... ১৬-১২-২০১৮ (দৈনিক মাটির পৃথিবী) পত্রিকায়।