এমন দেশ
আসাদউজ্জামান খান
================
আমাদের দেশটা অনেক মনোরম
পাখিদের গান শুনে মানুষ নেয় দম।
সূর্যোদয়ের সাথে সবার ঘুম ভাঙে
সারাদিন কাটায় সবাই অনেক রঙ্গে।
মাঠে খেটে আসে কৃষক ভাই
অনেক ফসল হবে আশা তাই।
কৃষক বধূরা কাজ করে অতি
সংসারের হয় যদি খানিক গতি।
হিংসা করেনা থাকে মিলেমিশে
সুখে-দুঃখে সবাই সকলের পাশে।
---------------------------
মাছে-ভাতে চলে তিনবেলা আহার
অল্পকিছু পেলে পেয়েযায় পাহাড়।
সবুজ শ্যামলে চারদিকে ঘেরা
আমাদের দেশটা সবদেশের সেরা।
লেখা...০১-১১-২০১৭
প্রকাশ..১৯-০১-২০১৮ (দৈনিক সংগ্রাম পত্রিকায়)